চীনে আকরিক লোহার ১০% মূল্যহ্রাস

0

লোকসমাজ ডেস্ক॥চীনে লৌহ ঘটিত সব ধরনের পণ্যের দাম কমে গেছে। বাজার আদর্শ আকরিক লোহা এ দরপতনকে জোরদার করেছে। ব্যবহারিক ধাতুটির দাম বৃহস্পতিবার ৯ দশমিক ৫ শতাংশ কমে যায়। এর কয়েক দিন আগে চীনে ইতিহাসের সর্বোচ্চ দাম ওঠার পর ধাতুটির এমন দরপতনের ঘটনা ঘটেছে। খবর রয়টার্স ও মাইনিংডটকম।
ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া আকরিক লোহার সেপ্টেম্বরে সরবরাহ চুক্তি মূল্য ৭ দশমিক ৫ শতাংশ কমে টনপ্রতি ১ হাজার ২১৭ ইউয়ান বা ১৮৮ দশমিক ৬৬ ডলারে নেমে গেছে। এছাড়া ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে আকরিক লোহার মে মাসে সরবরাহ চুক্তি মূল্য ২৩ শতাংশ কমে ২৪৮ দশমিক ৫ ইউয়ানে নেমে গিয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আকরিক লোহার দাম রেকর্ড সর্বোচ্চ বেড়েছে। বৃহস্পতিবার ধাতুটির দাম প্রতি টন ২৩৭ দশমিক ৫৭ ডলারে উন্নীত হয়। চীনে আকরিক লোহার চাহিদা বৃদ্ধি ও দ্রুত সরবরাহের কারণে নিউইয়র্কে ধাতুটির দামে ঊর্ধ্বগতি দেখা যায়।
অন্যদিকে চীনে আকরিক লোহার পাশাপাশি ইস্পাত তৈরির অন্যান্য উপকরণের দামও কমে গেছে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে ধাতব কয়লার দাম ৩ দশমিক ৯ শতাংশ কমে টনপ্রতি ১ হাজার ৯৮৮ ইউয়ানে নেমে গেছে। একই হারে জ্বালানি কয়লার দাম কমে ২ হাজার ৭২৯ ইউয়ানে দাঁড়িয়েছে।