চৌগাছায় চার লাখ খেজুরের চারা রোপণের উদ্বোধন

0

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর) ॥ যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান চৌগাছায় চার লাখ খেজুরের চারা রোপণের উদ্বোধন করেছেন। রোববার (২৫ জুন) উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চডাঙ্গা গ্রামের বেলন বিলে খেজুর গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। যশোরের খেজুর রস-গুড়ের ঐতিহ্য রক্ষা করতে উপজেলা বিভিন্ন মাঠে চার লাখ খেজুর গাছের চারা রোপণ কর্মসূচি প্রকল্প গ্রহণ করেছে চৌগাছা উপজেলা প্রশাসন। খেজুর চারা রোপণ কর্মসূচির উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, পৌরমেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা অব্দুস সালাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল কদর প্রমুখ।
প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক তার বক্তব্যের শুরুতেই চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউরুফা সুলতানাকে ধন্যবাদ জানান, যশোরের ঐতিহ্য রক্ষায় তার সুচিন্তার জন্যে। তিনি বলেন, খেজুর গাছ ও খেজুরের গুড়ের জন্যে এক সময়কার বিখ্যাত জেলা এই যশোর। এখন খেজুরগাছ এ জেলা থেকে প্রায় বিলুপ্তির পথে। এজন্যে হারানো ঐতিহ্য ফেরাতে চৌগাছায় স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামের বেলন বিলের সরকারি জমিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে প্রায় চার লাখ খেজুর গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে চৌগাছা প্রেস ক্লাবে সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা স্কাউট দল, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যয়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।