যশোরের চাঁচড়ার রনি হত্যায় ব্যবহৃত ৪টি ধারালো অস্ত্র উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চাঁচড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা রনি হত্যায় ব্যবহৃত ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে ডিবি পুলিশ। বুধবার (২৪ মে) সকালে হত্যার ঘটনাস্থল ভাতুড়িয়া গ্রামের মুক্তেশ্বরী নদী থেকে ধারালো অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্র জানায়, রনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইসরাজুলকে আদালতের অনুমতি সাপেক্ষে মঙ্গলবার ১ দিনের রিমান্ডে নেন তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর মো. শহিদুল ইসলাম। এরপর ইসরাজুলের স্বীকারোক্তিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তেশ্বরী নদীর পানির নিচ থেকে ১টি বার্মিজ চাকু, ২টি গাছিদা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এর মধ্যে বার্মিজ চাকুটি আসামি ইসরাজুলের এবং অন্য ধারালো অস্ত্রগুলো তার সঙ্গীদের।
সূত্র আরো জানায়, রিমান্ড শেষ হওয়ায় বুধবার বিকেলে ইসরাজুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২০২২ সালের ১ অক্টোবর সন্ধ্যায় রনিকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রকি ও রবি নামে দুই যুবক। পরদিন ভাতুড়িয়ার মুক্তেশ্বরী নদীতে রনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় ইসরাজুলসহ ১২ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন নিহতের মা ছয়েরা বেগম।