চিত্রা নদীতে টিসিবির সয়াবিন তেলের খালি বোতল

0

নড়াইল প্রতিনিধি॥ নড়াইলে চিত্রা নদীতে টিসিবির সয়াবিন তেলের খালি বোতল পাওয়া গেছে। রূপগঞ্জ-পংকবিলা খেয়া ঘাটের কয়েকজন মাঝি এমন কিছু তেলের বোতল উদ্ধার করেছেন। কয়েকজন মাঝি ও স্থানীয়রা জানান, টিসিবির সিলযুক্ত সয়াবিন তেলের শতাধিক খালি বোতল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার পর চিত্রা নদীতে ভাসতে দেখা যায়। এ অবস্থায় রূপগঞ্জ-পংকবিলা খেয়াঘাটের কয়েকজন মাঝি বেশকিছু খালি বোতল উদ্ধার করে নৌকায় তোলেন। এর মধ্যে দুই ও পাঁচ লিটারের বোতল রয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। তবে কে বা কারা, কোন এলাকা থেকে এ ধরনের কাজ করেছে, তা এই মুহূর্তে শনাক্ত করা বেশ কঠিন। আমরা পর্যবেক্ষণ করছি। উল্লেখ্য, নড়াইলের রূপগঞ্জে টিসিবির সায়াবিন তেল অবৈধভাবে বিক্রি করার অপরাধে গত ১৬ এপ্রিল ৫ জনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় চার দোকানির কাছ থেকে টিসিবির ৬৭ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।