‘এমপি আনার হত্যার সঙ্গে ভারতীয় লোকজন জড়িত’

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার সঙ্গে ভারতীয় লোকজন জড়িত। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল এ দাবি করেন। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত সমাবেশে শাহরিয়ার করিম রাসেল বলেন, সাইদুল করিম মিন্টুকে মিথ্যা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়েছে। আমাদের কথা হলো এক মাস যাবৎ আনার নিখোঁজ হয়েছে। যেহেতু তাকে হত্যা করা হয়েছে এটাও বিভিন্ন মিডিয়াতে দেখলাম। আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি এমপি আনার ভারতে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন। আজ পর্যন্ত ইন্ডিয়ার কারা কারা জড়িত এই আনারের সাথে সেগুলো সামনে আসছে না। হত্যা হয়েছে ইন্ডিয়াতে। ইন্ডিয়ার লোক সম্পৃক্ত ছিল। আনার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ওঠাবসা করতেন। সেইসব লোক জড়িত আছে কিনা সেই সব প্রশ্ন একবারও কেন তোলা হচ্ছে না। এখানে তো ইন্ডিয়ার লোক জড়িত থাকতে পারে। আমাদের প্রশাসন বা গোয়েন্দা সংস্থা যারা এই সব নিয়ে কাজ করছেন তাদের মাথায় কি এইটুকু ‘মাল’ নেই যে এইখানে ইন্ডিয়ার লোক জড়িত থাকতে পারে ? ডিবি প্রধান হারুন সাহেব বাবুর মোবাইল ফোনে একেক সময় একেক কথা বলছেন। শাহরিয়ার করিম রাসেল বলেন, আনার সাধারণ লোক ছিলেন না। তিনি আইন প্রণেতা ছিলেন। তিনি কাদের কাদের সঙ্গে মিশতেন সেটা তদন্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, সাইদুল করিম মিন্টু আনারকে হত্যা করে সেই আসনে এমপি হবেন এমন মানুষ তিনি নন, কারণ তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। প্রতিবাদ সভায় আওয়ামী লীগ নেতা অ্যাড আব্দুল মালেক মিনা, বিশ্বাস ওহিদুজ্জামান রহমান উজ্জল, রানা হামিদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ বলেন, আমাদের আন্দোলন রাষ্ট্রের বিরুদ্ধে নয়। আমরা রিমান্ডের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করছি। তিনি বলেন আমাদের নেতা যতদিন আমাদের মাঝে ফিরে না আসবেন ততদিন আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো। স্বেচ্ছাসেবকলীগ নেতা বিশ্বাস ওহিদুজ্জামান উজ্জল বলেন, আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য হয় প্রশাসনের লোক নতুবা কেউ প্রশাসনের লোক সেজে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন আমরা দু একদিন রাজনীতি করি না। বহুদিন ধরে রাজপথে লড়াই করে এসেছি।