মহেশপুর সীমান্তে ২০টি সোনার বারসহ দুই পাচারকারী আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২০টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ মে)  রাত ১০টার দিকে উপজেলার কাজীরবেড় গ্রাম থেকে ওই সোনা উদ্ধার হয়। এ সময় পাচারকারী পলিয়ানপুর গ্রামের সাদির আলী মন্ডলের ছেলে আছানুর রহমান ও একই গ্রামের চয়ন মন্ডলের ছেলে নবিছদ্দিন মন্ডলকে আটক করা হয়। উদ্ধার করা ২০টি সোনার বারের ওজন ২ কেজি ৩৩১.১২ গ্রাম।
মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা শুক্রবার  (৫ মে)  জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে দুজন পাচারকারী পলিয়ানপুর এলাকা দিয়ে সোনা পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা মহেশপুরের কাজীরবেড় গ্রামে তল্লাশি চৌকি স্থাপন করেন। রাত ১০টার দিকে আছানুর ও নবিছদ্দিনকে ওই গ্রামের খেলার মাঠের মধ্যে দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে কচটেপ দিয়ে পেঁচানো এ সব সোনার বার উদ্ধার করা হয়। বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত ২০টি সোনার বার শুক্রবার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।