কলারোয়ায় সরবরাহ বেড়েছে সবজির : পেঁয়াজ ১৩০ টাকা

0

কে, এম, আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) ॥ কলারোয়ায় শীতের সবজির সরবরাহ বেড়েছে। তবে বাজার ভেদে দামের তারতম্য লক্ষ্যণীয়। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ প্রেতি কেজি। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা প্রতি কেজি। পেঁয়াজের সাথে সাথে দাম বেড়েছে আলুরও। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। আর নতুন আলু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।
শুক্রবার (৩ নভেম্বর) কলারোয়া পৌর সদর সরসকাটি,খোরদো, চন্দনপুর, সোনাবাড়িয়া, কাজিরহাট,ধানদিয়াসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এ দাম জানা যায়। প্রায় একই চিত্র উপজেলার বেশির ভাগ বাজারে। ইতোমধ্যে শীতের সবজি বাজারে প্রচুর পরিমাণে উঠেছে। প্রতিটি দোকানেই শোভা পাচ্ছে শীতের সবজি। তবুও এক সপ্তাহের ব্যবধানে শিম ও গাজরের দাম ৩০ টাকা বেড়ে যথাক্রমে ১২০ ও ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে শিম ও গাজরের কেজি ছিল যথাক্রমে ৮০ ও ৯০ টাকা। প্রতি কেজি বেগুন ৬০ টাকাথেকে ৭০ টাকা। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এক সপ্তাহ আগে ছিল ৫০ টাকা। ছোট বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, ছোট
এক খুচরা বিক্রেতা অভিযোগ করে বলেন, কোল্ড স্টোরেজে প্রচুর পরিমাণে আলু মজুদ আছে। তবুও কেন দাম বাড়ছে। সরকার কেন বড় বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।