চৌগাছায় সন্ত্রাসী হামলায় পল্লী চিকিৎসক আহত

0

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বিল্লাল হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) যশোরের চৌগাছা উপজেলা রায়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বিল্লাল হোসেনের বাড়ি ওই রায়নগর গ্রামে। আহতের আত্মীয় শামীম হোসেন জানিয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে পল্লীচিকিৎসক বিল্লাল হোসেনের সাথে একই গ্রামের কবির হোসেনের শত্রুতা ছিল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিল্লাল হোসেন তার মোটরসাইকেলযোগে রোগীর চিকিৎসা দিতে যাচ্ছিলেন। পথের মাঝে কবীর হোসেনের বাড়ির সামনে পৌঁছালে কবির, নাসিরসহ ৪/৫জন ধারালো অস্ত্র দা দিয়ে বিল্লাল হোসেনকে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।