যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে শতদলের কাছে ২ উইকেটে হেরেছে রেইনবো বয়েজ

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগের  রোববারের (১৬ এপ্রিল) খেলায় জয় পেয়েছে শতদল ক্লাব। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রেইনবো বয়েজ ক্লাবকে ২ উইকেটে পরাজিত করে। খেলায় টস জিতে প্রথমে রেইনবো বয়েজ ক্লাব ব্যাট করতে নেমে ৩৫ ওভার ২ বলে ১৫৭ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে সাদি ৫৫,মাহমুদুল হাসান ৩৯ এবং সাইদুর রহমান ১৪ রান সংগ্রহ করেন। বল হাতে শতদল ক্লাবের সঞ্জয় ৪টি,শিমুল ৩টি,ফয়সাল ২টি এবং সজিব ১টি উইকেট লাভ করেন। জয়ের জন্যে তারা ১৫৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ ওভার ১ বলে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেন। দলের পক্ষে ব্যাট হাতে শিমুল ৩৩,রুম্মন ২৭ রান এবং শামীম ১৮ রান সংগ্রহ করেন। বল হাতে রেইনবো বয়েজ ক্লাবের মাহমুদুল হাসান ও শাহরিয়ার ২টি করে এবং জুয়েল ,বাপ্পি ও শাহীন ১টি করে উইকেট লাভ করেন।