যশোরে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে অর্থদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বকুলতলা গরীব শাহ রোডে অভিযান চালিয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করায় মামুন এন্টারপ্রাইজ নামে একটি দোকানের মালিককে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।  রোববার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরাইয়ার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালতের পেশকার মো. সাইদুর রহমান জানান, মামুন এন্টারপ্রাইজ নামে ওই দোকানে সরকারের বেঁধে দেয়া সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের মূল্য ১ হাজার ১৭৮ টাকা লেখা টানানো ছিলো। কিন্তু অভিযানে গিয়ে দেখা যায়, সাড়ে ১৩শ’ টাকা মূল্যে এলপি গ্যাস বিক্রি করা হচ্ছে। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত দোকান মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে মামুন এন্টারপ্রাইজকে অর্থদণ্ড প্রদানের পর ওই এলাকার গ্যাস ব্যবসায়ীরা কিছুসময় দোকান বন্ধ রেখেছিলেন। পরে তারা দোকান খুলে ফের ব্যবসা করতে থাকেন।