কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির অভিযোগে দুই ব্যক্তির জরিমানা

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ এপ্রিল)  দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে দুধ থেকে ছানা তৈরি করার অভিযোগে উপজেলার কোলা এলাকার বাবলু এবং রাকড়া গ্রামের বাবলুকে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, অভিযোগ ছিলো অস্বাস্থ্যকর ভাবে দুধ থেকে ছানা তৈরি করা হচ্ছে। সেখানে গিয়ে সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে দুই ব্যক্তিকে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।