শৈলকুপায় আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডে ২০ ঘর ক্ষতিগ্রস্ত

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপা উপজেলার মহম্মদপুরে আশ্রয়ণ প্রকল্পে শনিবার (৮ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ডে ২০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি করে মালামাল সরাতে গিয়ে এক শিশুসহ ৩ জন আহত হয়। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের শৈলকুপা শাখার দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে ঝিনাইদহ থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।