রামপালে বর্তমানরাই নির্বাচিত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে প্রথম ধাপের উপজেলা পরিষদে শান্তিপূর্ণভাবে বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে কোন পদের পরিবর্তন হয়নি। বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানই বেসরকারি ফলাফলে পুনরায় নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে মাত্র ২ শ ৪৯ ভোটের ব্যাবধান নিশ্চিত হয়েছে জয় পরাজয়। বর্তমান উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২৪ হাজার ১ শ ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীক নিয়ে জামিল হাসান জামু পেয়েছেন ২৩ হাজার ৯ ‘শ ৪৭ ভোট ।
ভাইস-চেয়ারম্যান নুরুল হক লিপন তালা প্রতীক নিয়ে ২০ হাজার ২ শ ৩১ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান মিন্টু পেয়েছেন ১০ হাজার ৩ শ ৪২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে হোসনেয়ারা মিলি পেয়েছেন ২৬ হাজার ৪৮ শ ২১ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে মোসা. ছায়েরা বেগম পেয়েছেন ২০ হাজার ৯’শ ২৫ ভোট।