খুকৃবির হোস্টেলে আটকা ১১ নেপালি শিক্ষার্থী

0

খুলনা প্রতিনিধি॥ করোনা পরিস্থিতির কারণে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আটকে পড়েছেন ১১ জন নেপালি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ার পরও নানা জটিলতায় দেশে ফিরতে পারেননি এ শিক্ষার্থীরা। শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা গেছে, প্রায় দুই মাস আগে নেপালের ১১ জন শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তাদের মধ্যে ভেটেরিনারি অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স বিভাগে সাতজন এবং অ্যাগ্রিকালচার বিভাগে ৪ জন।
সূত্র জানায়, খুলনা নগরীর দেয়ানা মোল্লা পাড়ায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রাবাসে বর্তমানে আটজন ছাত্র এবং বয়রা এলাকায় অস্থায়ী ছাত্রীনিবাসে তিনজন ছাত্রী আছেন। মুঠোফোনে নেপালি শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অল্প কিছুদিনের মধ্যে সাময়িকভাবে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। কিন্তু করোনাভাইরাসের কারণে তারা আর দেশে ফিরতে পারেননি। এদিকে, তাদের কাছে যা টাকা ছিল তাও প্রায় শেষ। দেশ থেকে টাকাও পাঠাতে পারছেন না তাদের অভিভাবকরা। ভবিষ্যতে খাবার ও চিকিৎসা সংকটের আশঙ্কা প্রকাশ করে তারা বলেন, ‘এভাবে আমরা এখানে থাকতে চাই না। নেপালে যেতে যাই।’ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান বলেন, ‘বিদেশি শিক্ষার্থীদের খাবার ও চিকিৎসার সংকট হবে না। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ-খবর নিচ্ছি। তাদের হয়ত টাকা শেষ হতে পারে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সকল সংকট নিরসনের ব্যবস্থা করা হচ্ছে।’