মণিরামপুর বাজার সমিতি সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ যশোরের মণিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তুলসি বসুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলার প্রতিবাদে সোমবার (২০ মার্চ ) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়েছে। ব্যবসায়ী সমিতির উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে করেন সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিঠু।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পৌরশহরের মুরগিহাট জামে মসজিদের মার্কেটে জাকির হোসেন নামে এক ব্যক্তি ২০১০ সালে তিন বছর মেয়াদী চুক্তিবদ্ধ হয়ে একটি ঘর ভাড়া নিয়ে গার্মেন্টসের (আল-আমিন বস্ত্রালয় এন্ড গার্মেন্ট) ব্যবসা করে আসছেন। কিন্তু অভিযোগ করা হয়েছে জাকির হোসেন দীর্ঘদিন ধরে ভাড়ার টাকা পরিশোধ করেন নি। তার ওপর ভাড়ার মেয়াদ ২০১৩ সালে শেষ হলেও তিনি নতুন করে চুক্তিবদ্ধ হননি। ফলে কমিটির পক্ষ থেকে ঘর ছাড়ার জন্যে একাধিকবার নোটিশ করা হলেও জাকির হোসেন কর্ণপাত করেন নি। এ ব্যাপারে ব্যবস্থা নিতে মসজিদ কমিটির পক্ষ থেকে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করা হয়। ফলে বিষয়টি সমাধানের জন্যে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জাকির হোসেন ও মসজিদ কমিটিকে সমিতির কার্যালয়ে তলব করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, নির্ধারিত তারিখে মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হলেও জাকির হোসেন ছিলেন অনুপস্থিত। তাই ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মসজিদ কমিটিকে আইনের আশ্রয় নেয়ার পরার্মশ দেন। এ কারণে আল-আমিন বস্ত্রালয় এন্ড গার্মেন্টের মালিক জাকির হোসেন বাদি হয়ে ২৭ ফেব্রুয়ারি যশোরের একটি আদালতে মণিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তুলসি বসুসহ আটজনের বিরুদ্ধে দোকান ভাংচুর ও লুটপাটের মিথ্যা অভিযোগ এনে একটি মামলা করেন। ফলে মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলাবাজ জাকির হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি তুলসি বসু, বাবর আলী জোয়াদ্দার, আক্তারুল ইসলাম, আবদুল খালেক, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি অরুন পালিত, সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষ, জুতা ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু বিশ্বাস, টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি মাহাবুব হাসান ফারুক, চাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোনায়েম মোড়ল, ধান-পাট ও ভূসিমাল ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল কাদির মিঠু, পাইকারি কাঁচা বাজার আড়ৎদার সমিতির সভাপতি উৎপল মজুমদার বাচ্চু প্রমুখ।