স্মরণে মার্চ ’৭১

0

মাসুদ রানা বাবু ॥ আজ অগ্নিঝরা মার্চের ১২তম দিন। একাত্তরের মার্চের এদিনে চিরপরিচিত শাপলাকে আমাদের জাতীয় ফুল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শিল্পী কামরুল হাসানের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আয়োজিত শিল্পীদের সভায় এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণা শেষে মুক্তিকামী মানুষকে সেদিন আরও বেশি উৎসাহী করে তুলতে তারা প্রতিবাদী পোস্টার, ব্যানার ও ফেস্টুন বিলি করেন। মার্চের অন্যান্য দিনের মতো ১৯৭১ সালের এই দিনেও প্রতিবাদ প্রতিরোধ বিদ্রোহ বিক্ষোভে দুর্বার হয়ে উঠেছিল বীর-বাঙালি জাতি। পূর্ব পাকিস্তানের সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা বাঙালিদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারাও আন্দোলনে অর্থের যোগান দিতে তাদের একদিনের বেতন দেওয়ার ঘোষণা দেন। এই দিনে রাস্তায় নেমে আসেন, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক, কর্মজীবী সবাই। স্লোগানে স্লোগানে মাতিয়ে রাখে ঢাকার রাজপথ। এদিন শিল্পী মর্তুজা বশীর ও কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে বাংলা চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদ গঠিত হয়। স্বাধীনতা সংগ্রামে এ পরিষদ বিশেষ ভূমিকা রাখে।