কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত, আহত ১

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে বুধবার গভীর রাতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত এবং একজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস এবং পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আহত যুবককে উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
নিহতরা হলেন খুলনা জেলার ডুমুরিযা উপজেলার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৫) ও যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুস সামাদ শেখের ছেলে রুবেল শেখ(২৫)। আহত যুবক ডুমুরিয়ার নরনিয়া গ্রামের আলী মোড়লের ছেলে রাকিব হাসান।
এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবার থেকে জানা যায়, বুধবার বিকেলে মাসুদ রানা, রুবেল শেখ ও রাকিব হাসান একটি মোটরসাইকেলে করে যশোরে যান। কেনাকাটা শেষে তিনজন রাত ১১ টার দিকে যশোর খেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত সাড়ে ১১ টার দিকে মনিরামপুর সরকারি কলেজের উত্তরপাশে এলপিজি পাম্পের কাছে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন মাসুদ রানা ও রুবেল শেখ। গুরুতর জখম হন রাকিব হাসান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহত দুজনের মরদেহ রাস্তার ওপর ছড়িযে ছিটিয়ে পড়ে রয়েছে। আর আহত রাকিব রাস্তার পাশে পড়ে থাকা চুর্ণবিচুর্ণ মোটরসাইকেলের কাছে অচেতন অবস্থায় পড়ে আছে। রাস্তার ওপর হতাহতরা ছড়িয়ে ছিটিয়ে থাকায় দুপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মরদেহ দুইটি এবং আহত রাকিবকে উদ্ধার করে। এর মধ্যে আহত রাকিব হাসানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থা উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মণিরামপুর থানার অফিসার ইনাচর্জ শেখ মনিরুজ্জামান জানান, কেউ অভিযোগ না করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মরদেহ দুইটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।