আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে যবিপ্রবি’র মেয়েরা চ্যাম্পিয়ন

0

 

যবিপ্রবি সংবাদদাতা॥ আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) ২-০ সেটে পরাজিত করে।
রোববার দুপুর ১২ টায় যবিপ্রবি’র জিমনেসিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় । খেলায় শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন যবিপ্রবি’র লিকা পোদ্দার ও ক্যামেলিয়া। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত তারা সেই ছন্দ ধরে রেখে ২-০ সেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে । যবিপ্রবি দলের খেলোয়াড় লিকা পোদ্দার বলেন, এই টুর্নামেন্টে সকল বিশ্ববিদ্যালয় থেকে খেলতে এসেছে, এই খেলায় নিজের বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন করতে পেরে খুব ভাল লাগছে। আমরা আশা করি পরবর্তীতে যে টুর্নামেন্টগুলো হবে সেখানেও ভালো ফলাফল করবো।
রাবি শিক্ষার্থী ফারহিন তামান্না বলেন, যদিও আমরা ফাইনালে হেরেছি। তবে নিজের বিশ্ববিদ্যালয়কে ফাইনালে নিয়ে যেতে পেরেছি। এটা নিজের কাছে অনেক আনন্দের। সর্বোপরি আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে খেলে রানার্সআপ হতে পেরেছি। এদিকে ছেলেদের খেলায় রানারআপ হয়েছে যবিপ্রবি এবং চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।