মোরেলগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী(৩৩) ও তার সহযোগী শাওন চাপরাশি (২৬)কে আটক করেছে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শনিবার গভীর রাতে মোরেলগঞ্জ পৌর এলাকার ইব্রাহীম ফরাজির বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় ১৪০ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ১৫০ টাকা ও তিনটি মুঠোফোন জব্দ করে পুলিশ।  রোববার দুপুরে তাদের কারাগারে সোপর্দ করা হয়। সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ইব্রাহিম ফরাজী মোরেলগঞ্জ পৌরসভার আদর্শ পাড়া এলাকার আব্দুল কাদের ফরাজীর ছেলে। তিনি মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার সহযোগী শাওন চাপরাশি ভাইজোড়া এলাকার আবু চাপরাশির ছেলে।
ওসি আরও জানান, ইব্রাহিম ও শাওন দু’জনই পেশাদার মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এর আগে ২০১৮ সালে ২৪০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন ইব্রাহিম ফরাজী। তখন তাকে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরে ২০২২ সালের ১৮ মে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১২শ’ পিস ইয়াবাসহ মহিমা আক্তার মৌ নামে এক নারীকে গ্রেফতার করেছিল পুলিশ।