ঝিকরগাছায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৯জন আহত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় দুই প্রাইভেটকার ও দুই মোটরসাইকেলের আলাদা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৯জন মারাত্মকভাবে আহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী নামকস্থানে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই প্রাইভেটের চালকসহ ৭জন আহত হন। আহতরা হলেন বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল গ্রামের সাবের হোসেনের ছেলে মোশারেফ হোসেন (৬৫), ঝিকরগাছার মোবারকপুর গ্রামের বাসিন্দা ওসমান গনির ছেলে শাহাজাহান আলী (৫৫), শফিকুল ইসলামের ছেলে ইমন হোসেন (৩৫), আব্দুর রউফের ছেলে তুর্য (২৬), ইসমাইল হোসেনের ছেলে সবুজ (২৭), শহিদুল ইসলামের ছেলে প্রান্ত (২৫) ও ফরিদপুর জেলার আমজাদ আলীর ছেলে মীর আব্দুল হালিম (৪৫)। আহতদের উদ্ধার করে ঝিকরগাছা ফায়ার স্টেশনের কর্মীরা হাসপাতালে ভর্তি করেছে।
অপরদিকে এদিন বিকালে ঝিকরগাছা ইউনিয়নের চাঁপাতলা গ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শাকিল হোসেন (৩০) ও অজ্ঞাতনামা অপর একজন আহত হয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশের ধানক্ষেত থেকে একটি ও রাস্তার পাশে থাকা অপর প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।