১৯ বছর পর যশোরে হকি লিগ, ইয়ুথ স্টার ক্লাবের শুভ সূচনা

0

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ১৯ বছর পর যশোরে শুরু হয়েছে হকি লিগ।  বুধবার থেকে মোট ৬ টি দল নিয়ে এই হকি লিগের যাত্র শুরু হয়। উদ্বোধনী খেলায় জয় দিয়ে শুভ সূচনা করে ইয়ুথ স্টার ক্লাব। তারা প্রতিপক্ষ আসাদ হকি একাডেমিকে ৬-০ গোলে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে আজম ৩টি,শাহীন,সিহাব ও সুজন ১টি করে গোল করেন।
এর আগে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যন প্রফেসর ড. আহসান হাবীব।
জেলা ক্রীড়া সংস্থার হকি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এসএম বদরুদ্দোজা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ও জেলা দলের সাবেক হকি খেলোয়াড় শহিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার, সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সহ-সভাপতি মির্জা আখিরুজ্জামান সান্টু অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দি শৈবাল, শিক্ষা বোর্ডের ক্রীড়া কর্মকর্তা আফম আশাফুদ্দৌলা, ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদ শহীদ আহমেদ, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, সদস্য শামস্-উল-বারী শিমুল প্রমুখ।
সর্বশেষ ২০০৪ সালে জেলা ক্রীড়া সংস্থার সর্বশেষ হকি আসর বসে। দীর্ঘদিন পরে হকির আসরে উৎসব আমেজের সৃষ্টি হয়েছে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মঝে।