চৌগাছায় হত্যা মামলার আসামিদের হুমকির মুখে বাদী ও সাক্ষী

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় সাক্ষীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন হত্যা মামলার ১নং আসামি। শুধু তাই না আসামিরা মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীদের অব্যাহতভাবে হত্যার হুমকি দিচ্ছেও বলে অভিযোগ।
জানা গেছে, ২০২২ সালের ২১ ফের্রুয়ারি উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা বাজারে নৃশংসভাবে খুন হন নির্বাচিত ইউপি সদস্য ঠান্ডু। এ ঘটনায় নিহতের বড় ছেলে টিংকু পারভেজ চৌগাছা থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় একই গ্রামের টিটো, সেলিম রেজা, দেলোয়ার হোসেন, ফারুক হোসেন, মনির, আশরাফ হোসেন, লিটন হোসেনসহ ২১ জনকে। পুলিশ আসামিদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। কিন্তু মাত্র ৩/৪ মাস জেলে থাকার পর সকল আসামি জামিনে বের হন।
জেল থেকে বের হয়ে হত্যা মামলার আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা মামলা তুলে নিতে নিয়মিতভাবে মামলার বাদীসহ সাক্ষীদের হত্যার হুমিক দিচ্ছে। আজ সোমবার মামলার কোর্টের দিন ধার্য। রোববার সকালে হত্যা মামালার ১ নং আসামি বহুল আলোচিত টিটো সাক্ষী মোমিনুর রহমানকে পাতিবিলা বাজারে প্রকাশ্যে চড় থাপ্পড় মারে এবং কোর্টে সাক্ষী দিতে যেতে নিষেধ করে। সাক্ষী দিলে পরিণতি খুব খারাপ হবে বলে হুংকার দেয়। শুধু তাই না, প্রকাশ্যে এই আসামি বলেন, একটি খুন করেছি কিছুই হয়নি প্রয়োজনে আরও খুন করা হবে। হত্যা মামলার আসামিদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তায় ভুগছেন সাক্ষী, মামলার বাদী রিংকু পারভেজ ও তাদের পরিবার। এই অবস্থায় অসহায় পরিবারগুলো প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।