সুন্দরবনে হরিণের মাংসসহ ৪ শিকারী আটক

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ বনবিভাগ পশ্চিম সুন্দরবন বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা সুন্দরবনে ক্রেতা সেজে হরিণের মাংসসহ ৪ শিকারীকে আটক করেছে।  শনিবার সকাল ৮টার দিকে গহিন সুন্দরবনে বঙ্গবন্ধুর চর সংলগ্ন আলোককোল নামক স্থান হতে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) নূর আলমের নেতৃত্বে সদস্যরা শিকারীদের আটক করে। এসময় শিকারীদের ব্যবহৃত ট্রলারে তল্লাশি করে ২০ কেজি হরিণের টাটকা মাংস, ১হাড়ি রান্না করা মংস ও ১টি ইঞ্জিন চালিত ট্রলারসহ হরিণ শিকারের ফাঁদ জব্দ করে বনকর্মীরা।
আটক ৪ শিকারী হলেন বাগেরহাট জেলার রামপাল থানার শিমুলতলা গ্রামের মুজিবর সরদারের ছেলে নূর আলী, রুহুল আমিনের ছেলে সজীব ও নওশের এবং খুলনা জেলা সদরে শাহাদাত হোসেনের ছেলে ইদ্রিস।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী ঘটনা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে মাছ ধরার অনুমতি নিয়ে হরিণ শিকারের খবর গোপনে জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ শিকারীদের আটক করা হয়। এঘটনায় বন্যপ্রাণী হত্যার দায়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।