অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে সাতক্ষীরাকে হারালো যশোর

0

স্পোর্টস রিপোর্টার ॥ ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা ভেন্যুর  শুক্রবারের খেলায় জয় পেয়েছে যশোর জেলা । খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাতক্ষীরা জেলাকে ৪ উইকেটে পরাজিত করে যশোর। প্রথমে টস জিতে সাতক্ষীরা ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলিং তোপে ৩৭ ওভার ৪ বলে ১০৭ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে শ্রাবণ ২৭, রজমান মোড়ল ১৮, ইয়াসিন আরাফাত ১১ এবং তুর্য্য ১০ রান সংগ্রহ করেন।
বল হাতে যশোরের রাহাত পারভেজ ও আবির হাসান ৩টি করে, তারিক সামি ২টি এবং সাদমান খান ও আরিফুজ্জামান ১টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ১০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪০ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে কাবিদ ইসলাম ২৩, মুতাসিম ১৪ এবং রাহাত পারভেজ ১৩ রান সংগ্রহ করেন। বল হাতে সাতক্ষীরার রমজান মোড়ল ৪টি এবং ইয়াসিন আরাফাত ২টি উইকেট লাভ করেন।