চৌগাছায় শহীদ মসিয়ূর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ চৌগাছায় গতকাল শহীদ মসিয়ূর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে সিংহঝুলি শহীদ মসিয়ূর রহামান মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ মশিয়ূর রহমান ফুটবল একাডেমির আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ খেলায় সিংহঝুলি পশ্চিম পাড়া ফুটবল একাদশ ২ গোলে চ্যাম্পিয়ন হয়েছে।
রানার আপ হয়েছে সিংহঝুলি স্কুল পাড়া ফুটবল একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল হামিদ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সুগার মিলের অফিসার খোকন বিশ্বাস, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল সালাম।