কলারোয়ায় ভেজাল মধু জব্দ তিন লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

0

কে এম আনিছুর রহমান,কলারোয়া(সাতক্ষীরা)॥ সাতক্ষীরার কলারোয়ায় ভেজাল মধু তৈরির কারখানায় অভিযানে ১০০ মনের বেশি ভেজাল মধু জব্দসহ কামাল হোসেন (৪৪) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ভেজাল মধু তৈরির সরঞ্জাম, গ্যাস সিলিন্ডার, চুলা, খালি ড্রাম, ফিটকিরির গুড়া, গ্লিসারিন, ফ্লেবারের বোতল ও ডিজিটাল স্কেল জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা বাজারের পাশের এলাকায় প্রতিষ্ঠিত ওই কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে এসব ভেজাল মধু ও ভেজাল মধু তৈরির সরঞ্জমসহ কামাল হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ভেজাল মধু উৎপাদন, মজুদ ও বিপননের অপরাধে তাকে তিন লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। কারাদণ্ডপ্রাপ্ত কামাল জেলার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের রুহুল আমিনের
ছেলে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান ও জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কলারোয়া উপজেলার সিংগা বাজার সংলগ্ন একটি জায়গায় ভেজাল মধু উৎপাদনের কারখানা রয়েছে। পরে তাদের নেতৃত্বে ওই স্থানে যৌথ অভিযান চালিয়ে ভেজল মধু উৎপাদনকারী কামাল হোসেনকে হাতেনাতে আটক করেন এবং একই সাথে ১০০ মনেরও বেশি ভেজাল মধু জব্দ করেন।