ছাত্রলীগের হাতে নির্যাতিত কুয়েট ছাত্র

0

খুলনা ব্যুরো ॥ ২০২২ সালের ১২ সেপ্টেম্বর শেখ মুজিবুর রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির মিথ্যা অভিযোগ ও ইসলামী ছাত্রশিবির সন্দেহে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদুর রহমান। ঘটনার দিন রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন জাহিদুর রহমানকে ড. এম এ রশিদ হলের ১১৫ নম্বর কক্ষে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে। শুধু তাই নয় নির্যাতনের পর ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে শেখ হাসিনা সরকারের তৎকালীন আজ্ঞাবহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় কুয়েটে ছাত্রদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রভোস্ট ছাত্রলীগের নির্যাতনের হাত থেকে সেদিন তাকে রক্ষা না করে উল্টো মিথ্যা মামলায় জড়িয়ে দেয়।
বুধবার (২৩ অক্টোবর) রাতে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধের সংবাদ দেখে জাহিদুর রহমান তার ফেসবুক আইডিতে কারাগারে থাকার দিনগুলোর কথা স্মরণ করে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।