লোকসমাজের জ্যেষ্ঠ প্রতিবেদক মীর মঈন হোসেন মুসার পিতার ইন্তিকাল

0

 

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক লোকসমাজ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মীর মঈন হোসেন মুসার পিতা মীর আকরাম হোসেন ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তিনি শহরের শংকরপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  সাংবাদিক মীর মঈন হোসেন মুসার পিতা আকরাম হোসেনের মৃত্যুর সংবাদ শুনে তার বাস ভবনে যান দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম।

এসময় তিনি তার শোকাহত স্বজনদের সমবেদনা জানান।
এছাড়াও মীর মঈন হোসেন মুসার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের পাশে অবস্থান করেন লোকসমাজ পরিবারের সদস্য ও তার সহকর্মী, রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় ব্যাক্তিবর্গ।  বাদ জুম্মা শংকরপুর বটতলা জামে মসজিদে প্রাঙ্গনে মীর আকরাম হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, শংকপুর মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, সাবেক পৌর কাউন্সিলর জুলফিকার আলী জুলু প্রমুখ।
জানাজা শেষে শংকরপুর কবর স্থানে দাফন করা হয়।  সাংবাদিক মীর মঈন হোসেন মুসার পিতা আকরাম হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম। এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম আকরাম হোসেন ধার্মিক পরোপকারী ফরহেজগার ব্যক্তি হিসেবে এলাকাবাসীর কাছে অত্যান্ত শ্রদ্ধাভাজন ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মহান বাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম ও তার শোকাহত স্বজনদের ধৈর্য ধারনের ক্ষমতা দান করেন।  অনুরূপ শোক জানিয়েছেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নির্বাহী সম্পদাক অনিন্দ্য ইসলাম অমিত, বার্তা সম্পাদক শিকদার খালিদ, প্রধান প্রতিবেদক মোস্তফা রুহুল কুদ্দুসসহ সকল সহকর্মী।