অভয়নগরে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

0

অভয়নগর (যশোর) সংবাদদাতা॥ অভয়নগর উপজেলায় আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. মিজানুর রহমান, নওয়াপাড়া হাইওয়ে থানা এস আই পারভেজ হোসেন প্রমুখ।