শ্রদ্ধায় স্মরণ তরিকুল ইসলামকে

0

স্টাফ রিপোর্টার॥ শ্রদ্ধা ও ভালোবাসায় গতকাল শুক্রবার ৪ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে স্মরণ করেছেন পরম শ্রদ্ধায়। এ উপলক্ষে পালিত হয়েছে দোয়া মাহফিল, স্মরণ সভা ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি। যশোরের কারবালায় তার কবরে ফতেহা পাঠ করেন যশোরসহ আশেপাশের জেলার নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন কেন্দ্র বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিনিধিদের পাঠানো খবর নিয়ে বিস্তারিত প্রতিবেদন-
যশোর : যশোর বিএনপি দিবসটি উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন,কালো ব্যাচ ধারণ, কোরআনখানি, কবর জিয়ারত, দোয়া মাহফিল, পোশাক বিতরণ ও খাবার বিতরণ।
শুক্রবার সকালে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় নেতাকর্মীদের কালো ব্যাচ ধারনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় কার্যালয়ে কোরআনখানি অনুষ্ঠিত হয়। পরে জেলা বিএনপি নেতৃবৃন্দ দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে কারবালা কবরস্থানে গিয়ে বর্ষীয়ান রাজনীতিক তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতে জেলা বিএনপি ছাড়াও খুলনা বিভাগের অন্যান্য জেলার নেতৃবৃন্দ অংশ নেন।

  কবর জিয়ারত শেষে অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে কারবালা মোড় এবং পৌর উদ্যানের প্রধান ফটকে নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে জেলা মহিলাদলের আয়োজনে কোরআন শিক্ষার্থীদের মাঝে বিছানাপত্র ও শীতবস্ত্র বিতরন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এরপর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে কোরআন শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। পরে জেলা ছাত্রদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।
এদিন যশোর শহরের আরএন রোড যুবদলের আয়োজনে ঢাকা ব্যাংকের পাশে, নগর যুবদলে ২ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে খালধার রোডে, ৫ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে আরবপুরে রেল গেট এলাকায়, ৬ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে রেল বাজার, ৭নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে, জেলা যুবদলের আয়োজনে শংকরপুর মহিলা মাদ্রাসার সামনে, উপশহর ইউনিয়ন বিএনপির আয়োজনে বি-ব্লক বাজারে, জেলা ছাত্রদলের আয়োজেনে কারবালা পীর নূর বোরহান শাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এদিকে জেলা কৃষকদল বিরামপুুর শামসুল উলুম কওমী মাদ্রাসায় কোরআন খানি ও দোয়া মাহফিলে আয়োজন করে। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এ স্থানগুলোতে অন্যান্য নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়া চাঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাতুড়িয়া বাজারে দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মধুগ্রামে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।  সদর উপজেলা প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অপরদিকে বাদ জুমা স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও বিভিন্ন ব্যক্তিবর্গের আয়োজেন মসজিদে মসজিদে যশোর উন্নয়নের কারিগরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী সকল কর্মসূচিতে অংশ নেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু, যশোর জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুুলু, অ্যাড. মো. ইসহক, আব্দুস সালাম আজাদ, একে শরফুদ্দৌলা ছোটলু, হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপি নেতা ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শিকদার সালাউদ্দিন, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি,জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,যুগ্ম-সম্পাদক আসাদুল আলম ঝন্টু প্রমুখ।
এদিকে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সকল ওয়ার্ডে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য কাজী আযম, মনির আহম্মেদ সিদ্দিকী, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, থানা বিএনপি নেতা ইদ্রিস আলী, ছাত্রনেতা পিকুল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সহ-সভাপতি শাহ আলম, অলিয়ার রহমান, মহাসিন আলী, নিজাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান টুটুল, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, মাসুদুর রহমান মাসুদ, দফতর সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ।
এদিকে ইউনিয়ন বিএনপি নেতা বিপ্লব গাজীর উদ্যোগে খিতিবদিয়া গ্রামে দোয়া অনুষ্ঠান ও খাবার বিতারণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা মহিলা বিএনপির যুগ্ম আহবায়ক সেলিনা পারভিন শেলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক রাফা তারা ডলি, সাংগঠনিক সম্পাদক আনোয়ারা বেগম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তালেব, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা মাস্টার বাবলুর রহমান প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।


স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) জানান, থানা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের পাশে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে এসময়।
থানা বিএনপির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জুলফিকার আলী ভূট্টো, জামশেদ আলী, ফারুক হোসেন, খান শফিয়ার রহমান, সন্তোষ স্বর, ভোজগাতী বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার দফাদার, নেহালপুর বিএনপির সাধারন সম্পাদক খলিলুর রহমান, চালুয়াহাটি বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, মুক্তার হোসেন, ইমরান নাজির, মিজানুর রহমান, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান, জেলা মহিলা দলের সহসভাপতি মেরি ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুন্নাহার প্রমুখ। স্মরণ সভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মফিজুর রহমান।

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) জানান, বাদ আসর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় স্মৃতিচারণ করেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আতাউর রহমান লাল ও যুগ্ম আহবায়ক চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আনিছুর রহমান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক তরফদার, প্রভাষক বিএম হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে মরহুম নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাঁচনামনা পৌর জামে মসজিদের ইমাম মাওঃ শাহিনুর রহমান শাহিন। এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া ধনী প্লাজার ছাদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, যুগ্ম আহবায়ক চেয়ারম্যান এমএ সালাম, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুজিদ, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তরিকুল ইসলাম ডাবলু, আব্দুল লতিফ লতা, অহিদুল ইসলাম ভোদড়, শরিফুল ইসলাম, হবিবর রহমান হবি, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, যুবনেতা ফারুক হোসেন, মনিরুল ইসলাম মনির, রিংকু, হৃদয়, তুফান, সামউল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বক্কর, ছাত্রদলের উপজেলা শাখার আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব মেহেরান হোসেন জিতুসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপর দিকে বাদ জুম্মা পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কংশারীপুর হাফেজিয়া এতিমখানা মাদ্রসায় চৌগাছার সিংহঝুলী গ্রামের কৃতী সন্তান ইতালি প্রবাসী আফিল উদ্দিন দফাদারের সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি আজগার আলী, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য টিপু সুলতানসহ চৌগাছা উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শার্শা (যশোর) সংবাদদাতা জানান, নাভারন ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ইউনিয়নের পাঁচপোতা বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোশারফ হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাভারন ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম মাস্টার, হারুন অর রশিদ হান্টু, শহিদুল ইসলাম রতন, জালাল উদ্দিন মেম্বর,কাউয়ুম বিশ্বাস, সুলতান ভুইয়া, হযরত আলী, সফিয়ার রহমান,মোতালেব হোসেন, শুকুর আলী, আলী আহম্মেদ, আবেদ্বীন, জাহাপন আলী, যুবদল নেতা আবু হানিফ, তরিকুল ইসলাম, মামুন হোসেন, ছাত্রদল নেতা সোহেল আহম্মেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন পাঁচপোতা বাজার মসজিদের ইমাম মাওঃ আকরম হোসেন।
নাভারণ (শার্শা) সংবাদদাতা জানান, জুম্মাবাদ শার্শা পূর্ব পাড়া জামে মসজিদ ও ছাত্রদলের আয়োজনে দক্ষিণ বুরুজ বাগান মাদ্রাসা জামে মসজিদসহ উপজেলার বিভিন ইউনিয়নের বিভিন্ন মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ খায়রুজ্জামান মধু, যুগ্ম আহবায়ক হাসান জহির, উপজেলা বিএনপির সদস্য আলহাজ¦ আশরাফুল আলম বাবু, মানুনুর রশিদ ও আব্দুল ওয়াহেদ, উপজেলা যুবদলের মনিরুল ইসলাম, আরংগজেব, সাইফুল ইসলাম পিন্টু ও আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহেদী হাসান জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওয়াসি উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু জুবায়ের শাওন সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপির ও অংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার, কেশবপুর( যশোর) জানান,শুক্রবার বিকেলে কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গনে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। থানা বিএনপির আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্ব স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক আব্দুর রাজ্জাক, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, কুতুবউদ্দিন বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, নুরুজ্জামান চৌধুরী, আব্দুল হালিম অটল প্রমুখ।
দুপুরে বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ও সকালে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল ও যুবদল নেতা গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাবুল রানা বাবু। দোয়া পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।
স্টাফ রিপোটার (অভয়নগর) জানান, অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার বিকালে অভয়নগর থানা বিএনপির কার্যালয়ে চত্তরে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্যা হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান লিপু, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ, যুগ্ম আহবায়ক মাসুম বিশ্বাস, মাহাবুব হোসেন, সাইফুল ইসলাম অনিক, যশোর জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ মাসুদ রানা তুহিন, ছাত্রদল নেতা মাহাফুজুর রহমান ইউসুফ, রুবেল বিশ্বাস, আরশাদুল ইসলাম। স্বরন সভায় দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা মোঃ মোস্তফা কামাল।
ফুলতলা (খুলনা) সংবাদদাতা জানান, শুক্রবার বিকালে স্থানীয় প্রেমা গ্রাউন্ড চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য হাসনাত রেজভী মার্শাল। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনির হাসান টিটো। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মশিউর রহমান বিপ্লব, হালিম সরদার, আনিছুর রহমান পলাশ, জিএম শফিকুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী মোল্যা, শেখ হাফিজুর রহমান, মাফিজুর জমাদ্দার, আনোয়ার হোসেন, মোঃ সিরাজুল ইসলাম মোড়ল, আয়ুব মোল্যা, ইকবাল খাঁন, মোতাহার হোসেন কিরণ, আকবর সরদার, মোঃ হারুন মোল্যা, মাসুম শেখ, জাকারিয়া হোসেন, যুবনেতা রবিউল ইসলাম রবি, শাহিন আজাদ, তুহিন খন্দকার, ইনামুল কবির হিরোন, হুসাইন মোহাম্মদ মহাসিন, সৈয়দ আল শাকিল, শাহিন সরদার, হাবিব মোল্যা, জাহিদ শেখ, ইকবাল মোল্যা, ছাত্রনেতা মোঃ ফয়সাল হোসেন, সাকিব সরদার প্রমুখ। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মোঃ ইমরান হুসাইন।
পাইকগাছা(খুলনা) সংবাদাতা জানান, আছরবাদ দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপি আহবায়ক অ্যাড. জিএম আব্দুস সাত্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ডা. আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন মোড়ল শাহাদাত, জিএম মিজানুর রহমান, হোসেন ডাবলু, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, মেছের আলী, সেলিম রেজা লাকী, গাজী মুজিবুর রহমান, সাইফুল ইসলাম তারিখ ও মোহর আলী সরদার প্রমুখ।
কালীগঞ্জ (ঝিনাইদ) সংবাদদাতা জানান, দলীয় কার্যালয়ে শুক্রবার বিকাল চারটার সময় অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবার রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক তবিবুুর রহমান মিনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, বিকাল ৪ টায় সাতক্ষীরা শহরের একটি কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের কর্মময় জীবনের উপরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা শহর বিএনপির সদস্য সচিব পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম ছিদ্দিকী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী,কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল হক, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এবি এম সেলিম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. নাসিরউদ্দিন, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, বিএনপি নেতা মো. আবুল হাসান প্রমুখ।