সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ডাকাতির মূল হোতা আটক

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনার মূল হোতাকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করেন র‌্যাব-৬ সাতক্ষীরার সদস্যরা। আটক সালাউদ্দিন কলারোয়া এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়,  গত ২৭ সেপ্টেম্বর ২০২১ মো. আক্তারুল ইসলাম নামের এক ব্যক্তি বাড়ি থেকে মোটরসাইকেলে সাতক্ষীরা সদরের কদমতলা বাজারে যাচ্ছিলেন। পথে বাবুলিয়া বাজারের কাছে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। তারা আক্তারুলের হাতে হাতকড়া ও চোখ কালো কাপড় দিয়ে বেঁধে হত্যার ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তরা মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে তাকে এক নিরিবিলি স্থানে ছেড়ে দিয়ে চলে যায়। পরবর্তীতে গত ৬ জানুয়ারি ভুক্তভোগী আক্তারুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৬ অভিযান শুরু করে। এক পর্যায়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় আটক করা হয় ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতা মো. সালাউদ্দিন (৩২) কে। তাকে সাতক্ষীরা সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব কোম্পানি কমান্ডার মেজর দয়াল নিশ্চিত করেছেন।