হাজিরবাগ ও মাগুরা ইউনিয়ন বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমা

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ দেশব্যাপি বিএনপির তৃণমুল কাউন্সিলের অংশ হিসেবে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ও মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন হাজিরবাগ ইউনিয়নের সভাপতি পদে আলহাজ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো.জামশেদ আলী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. মোস্তফা জামান। এই ইউনিয়নে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় উল্লিখিতরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অপরদিকে মাগুরা ইউনিয়নে সভাপতি পদে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস শুকুর গোলদার ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাধারণ সম্পাদক পদে উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আব্দার ও উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবু শামা এবং সাংগঠনিক সম্পাদক পদে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মাস্টার মহসিন আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। একইদিন দুপুর ২টা থেকে বিকাল ৪টায় মনোনয়নপত্র নির্বাচন কমিশনের নিকট জমা দিয়েছেন। দিনভর মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ করেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, নির্বাচন কমিশনার ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হাজী আনিসুর রহমান মুকুল। আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঝিকরগাছা উপজেলা বিএনপি কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এদিন ৯ ওয়ার্ডের ৪৫৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যেমে মাগুরা ইউনিয়ন বিএনপির নতুন নেতা নির্বাচন করতে পারবেন।