ঝিকরগাছায় ডাকাতির আরও ৬টি ব্যাটারি উদ্ধার, দু ডাকাতের স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা বাজারের অটো ইলেক্ট্রনিক্যাল ওয়ার্কশপ থেকে ডাকাতদের লুণ্ঠিত আরও ৬টি হ্যামকো ব্যাটারি উদ্ধার করেছে ডিবি পুলিশ। রিমান্ডে নেয়া আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, ৬টি ব্যাটারি ছাড়াও ১২ হাজার টাকা, ২টি স্প্রিংপাতি ও ২ সেট গাড়ির হেডলাইট উদ্ধার করা হয়। যার দোকান থেকে উদ্ধার করা হয়েছে তিনি বৃহস্পতিবার যশোরের আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ঝিকরগাছায় খুনসহ ডাকাতির মামলায় ৪ জন আসামি যথাক্রমে শাওন ইসলাম সোহাগ, মাহাতাব মৃধা, শামীম তালুকদার ও রিয়াজ খাঁকে আদালতের অনুমতি সাপেক্ষে দুইদিনের রিমান্ডে নিয়েছিলেন। এর মধ্যে দুইজন আসামি মাহাতাব মৃধা ও রিয়াজ খাঁ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তাদের চক্রটি যশোরের উপশহরের সিকদার মটরের লুটের সাথে জড়িত ছিলো। নৈশ প্রহরী হাশেম আলীকে বেঁধে মারধর করে ট্রাকের ভেতর রেখে তারা ওই দোকানে লুটপাট করেন। পরে লুটপাট শেষে কিছুটা দূরে যাওয়ার পর নৈশ প্রহরীকে তারা ফেলে রেখে যান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ড শেষে বৃহস্পতিবার ৪ আসামিকে আদালতে সোপর্দ করা হলে এর মধ্যে মাহাতাব মৃধা ও রিয়াজ খাঁ উপশহরের সিকদার মটরসে চুরির মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তাদের জবানবন্দি গ্রহণ করেন।