কালীগঞ্জে ভুয়া ডাক্তারি সার্টিফিকেট বিক্রি ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

0

 

কালীগঞ্জ (ঝিনাইদহ)সংবাদদাতা॥ ডিজিটাল বাংলাদেশে যুব সমাজের বেকারত্বকে পুঁজি করে ভুয়া ট্রেনিং সেন্টারের রমরমা মেডিকেলের বিভিন্ন কোর্সের ট্রেনিং ও সার্টিফিকেট বিক্রির ব্যবসা চালিয়ে যাওয়ার কারণে লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনিস্টিউটকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। সোমবার সকাল ১১টা থেকে ১ পর্যন্ত ফয়লা (কোলা রোডের) পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র দেখাতে না পারার কারণে এ অর্থে দন্ডে দন্ডিত করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার আলমগীর হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজহারুল ইসলাম,কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম,এএসআই তানবীর আহম্মেদ,স্থানীয় সংবাদকর্মীসহ আনসার ও পুলিশ সদস্যরা।
২০১৪ সাল থেকে লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনিস্টিউট পঁচিশ পদের সার্টিফিকেটের পাশাপাশি বিভিন্ন শিক্ষিত-অশিক্ষিত বেকার যুবকদের কাছ থেকে প্রশিক্ষণের নামে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। কালীগঞ্জ শহরের নলডাঙ্গা রোডের রেক্সনা ফার্মেসির স্বত্বাধিকারী কামাল হোসেন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেট দেয়ার অভিযোগ তোলেন।