বঙ্গবন্ধু ১মবিভাগ ফুটবল লিগ খেলা শুরুর আগেই আয়োজকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

0

 

মাসুদ রানা বাবু ॥ বঙ্গবন্ধু যশোর ১ম বিভাগ ফুটবল লিগের খেলা শুরুর আগেই আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুললেন ক্লাব কর্মকর্তারা। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডি এফ এ) আয়োজিত লিগের ক্লাব কর্মকর্তাদের অভিযোগের তীর সংগঠনের সভাপতি আসাদুজ্জামান মিঠুর দিকে। আগামী ১৬ আগস্ট থেকে মাঠে খেলা গড়ানোর কথা থাকলেও ক্লাব গুলোকে এখনো পর্যন্ত বাইলজ দেওয়া হয়নি। যার উপর ভিত্তি করে প্রতিটি খেলা পরিচালিত হয়ে থাকে। করোনা পরিস্থিতিসহ মাঠ না পাওয়ার অজুহাতে দীর্ঘ দিন যাবত ডি এফ এ কোন খেলা আয়োজন করতে পারে নি। অবশেষে আগামী ১৬ আগস্ট থেকে ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লিগ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে আবাহনী ক্রীড়া চক্র বনাম শেখ রাসেল ক্রীড়া চক্র। খেলা শুরুর আগেই ডিএফএ সভাপতি আসাদুজ্জামান মিঠুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, লিগের একাধিক ক্লাব কর্মকর্তা। তাদের অভিযোগ, লিগের খেলা ফিকচার (সময়সূচী) জানানো হলেও এখনো পর্যন্ত তাদেরকে বাইলজ দেওয়া হয় নি। তারা জানান, লিগের দল গুলোর এন্ট্রি চিঠির সাথে বাইলজ দেওয়া হয়। যেখানে বাইলজ অনুযায়ী প্রতিটি খেলা পরিচালিত হয়। খেলার আইন কানুন থেকে শুরু করে নানা বিধি-নিষেধ উল্লেখ থাকে। খেলোয়াড়দের দল বদলে প্রতিটি ক্লাব কতজন খেলোয়াড় এন্ট্রি করতে পারবে। তা বাইলজে পরিস্কার ভাবে উল্লেখ থাকে। এ সকল বিষয়াদির ওপর ভিত্তি করে প্রতিটি ক্লাব দল গোছাতে থাকে। কিন্তু লিগ শুরুর আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও ক্লাব কর্মকর্তার এবার পুরোপুরি ভাবে দল গুছিয়ে মাঠে নামতে পারছেন না। তাদের অভিযোগ ডিএফএ সভাপতি আসাদুজ্জামান মিঠু নিজের দল আবাহনীকে অনৈতিকভাবে লিগের বাড়তি কিছু সুযোগ সুবিধা দিতে লিগের অন্যান্য ক্লাবের সাথে এমনটি করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্লাব কর্মকর্তা বলেন, আসাদুজ্জামান মিঠু ঘোড়া কেনার আগেই চাবুক কিনে বসে আছেন। তিনি লিগের বাইলজ না দিয়ে ফিকচার দিয়ে বসে আছেন। আমরা কি ফিকচার দেখে দল গুছিয়ে মাঠে নামব নাকি বাইলজ দেখে। এ বিষয়ে আসাদুজ্জামান মিঠুর প্রতিক্রিয়া জানার জন্য তার মোবাইলে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।
১০ টি দল নিয়ে দুটি গ্রুপে লিগের খেলা অনুষ্ঠিত হবে। ক-গ্রুপে খেলবে আবাহনী ক্রীড়া চক্র যশোর, মোহামেডান স্পোর্টিং ক্লাব যশোর, কুহেলিকা উন্নয়ন সংঘ বাঘারপাড়া যশোর, শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ যশোর ও শেখ রাসেল ক্রীড়া চক্র যশোর। খ-গ্রুপে খেলবে শেখ শাখাওয়াত স্মৃতি সংঘ যশোর, ঈদগাহ ফুটবল কোচিং সেন্টার যশোর ,আজাদ স্পোর্টিং ক্লাব নওয়াপাড়া যশোর, নওয়াপড়া খেলোয়াড় কল্যাণ সমিতি যশোর ও রাহুল স্মৃতি সংসদ যশোর।