লোকসমাজ ডেস্ক ॥ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালন হচ্ছে। এ উপলক্ষে সারা দেশে ২৩-২৯ জুলাই ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। আমাদের সংবাদদাতাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মৎস্য সপ্তাহ পালনের তথ্য নিয়ে পাঠানো একটি প্রতিবেদন……
স্টাফ রিপোর্টার জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে যশোরে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন সফল মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার সকালে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সফল মৎস্য চাষিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যশোর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, মৎস্য গবেষণা ইনস্টিটিউট যশোর উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আবু তোহা প্রমুখ। অনুষ্ঠানে দশজন সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরআগে, সকাল ১০ টায় যশোর কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে, পৌরপার্ক পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়। শোভাযাত্রায় যশোরের কয়েক শ মাছ চাষি অংশ নেন।
খুলনা ব্যুরো জানায়, খুলনায় র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সুন্দরবনের নদী-খালে অবৈধভাবে বিষ দিয়ে মাছ ধরা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। মৎস্য সপ্তাহ পালনকালে মানুষকে মাছচাষে উদ্বুদ্ধ করতে হবে। পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করতে হবে। চিংড়ির উৎপাদন বৃদ্ধির জন্য নতুন প্রজাতির ভেনামি চিংড়ির চাষের পরিকল্পনা সফল হবে বলে আশা করা হচ্ছে।
খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মৎস্য অধিদফতরের বিভাগীয় উপপরিচালক মো. তোফাজউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এস হুমায়ুন কবির।
স্বাগত জানান জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা ফিস্ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, সফল চিংড়ি চাষি প্রফুল্ল কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠানে ১৫ জন সফল মৎস্যচাষি, চিংড়িচাষি, মৎস্য উদ্যোক্তা ও শ্রেষ্ঠ মৎস্যজীবী সংগঠনের মাঝে সিটি মেয়র সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন। এর আগে মেয়র নগরীর শহীদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে হাদিস পার্ক থেকে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে রোববার সকালে ঝিনাইদহে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যাািলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার ফরহাদুল রেজা, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার। বক্তারা, দেশের আর্থিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা মেটাতে মাছ চাষে সকলকে উদ্বুদ্ধ করেন। আলোচনা সভা শেষে ৪ জন মৎস্যচাষিদের সম্মাননা প্রদাণ করা হয়।
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা, শোভাযাত্রা, পুরস্কার বিতরণী ও মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। রোববার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ তানভির আহম্মেদ, মেরিন ফিশারিজ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান, দৈনিক খুলনা পত্রিকার প্রতিনিধি সোহেল সুলতান মানু, বিভিন্ন অঞ্চলের মৎস্যচাষি ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সফল মৎস্য চাষি হিসেবে রাম কৃষ্ণ ব্রহ্ম, বিজয় মন্ডল ও মোহাম্মদ শাহীদুল শেখকে পুরস্কৃত করা হয়।
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান, আইসিটি কর্মকর্তা খান মোয়াজ্জাম হোসেন রাসেল, সহকারী মৎস্য কর্মকর্তা শেখ সিরাজুল হক,মেরিন ফিশারিজ কর্মকর্তা বারিউল ইসলাম প্রমুখ
চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, ১ হাজার ৫১৫ দশমিক ৬০ মেট্রিকটন মাছের ঘাটতি নিয়েই চুয়াডাঙ্গায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নেতৃত্ব একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক এবং জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার সকালে কপোতাক্ষ নদে মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খাঁন চঞ্চল। উপজেলা মৎস্য বিভাগের কর্মসূচির অংশ হিসেবে মিশ্র জাতের রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খাঁন চঞ্চল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার,পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,থানা অফিসার ইনর্চাজ (ওসি) ইসমাইল হোসেন,পৌর কাউন্সিলর শ্যামাপদ হালদার,সস্তা বাঁওড় সভাপতি আমজাদ হোসেন,নলপাতুয়া মৎস্যজীবি সমিতির সভাপতি হাবিবুর রহমান,নস্তী বাওড় সভাপতি নিত্যপদ হালদার প্রমুখ। অনুষ্ঠান শেষে সফল মাছ চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খাঁন চঞ্চল।




