সাকিব ছুটি চেয়ে গেছেন, এতদিনে বললেন বিসিবি সভাপতি

0

লোকসমাজ ডেস্ক॥ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব আল হাসানের ওয়ানডে না খেলার গুঞ্জন বেশ পুরনো। যদিও নির্বাচক, টিম ম্যানেজমেন্ট বা বিসিবির কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি বিষয়টি। সাকিবকে রেখেই তিন ফরম্যাটের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এখন জানা গেলো, এই অলরাউন্ডার স্কোয়াড ঘোষণার আগেই বোর্ডের কাছে ছুটি চেয়েছিলেন। তারপরও সাকিবকে নিয়ে স্কোয়াড ঘোষণা করে বিসিবি আরও একবার নিজেদের পেশাদারিত্বকে প্রশ্নের মুখে ফেললো।
শুধু কী বোর্ড, সাকিবও বিষয়টি নিয়ে একপ্রকার ‘মজা’-ই করেছেন। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডেতে খেলা নিয়ে সাকিবকে প্রশ্ন করা হলে তার উত্তর ছিল, ‘ওয়ানডে স্কোয়াডে আমাকে রাখা হয়নি? আছি তো।’
বুধবার বোর্ড সভা শেষে নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই সাকিবের ছুটি নিয়ে বলেছেন তিনি, ‘সাকিবের সঙ্গে ওরকমভাবে আমার কথা হয়নি। সাকিব যাওয়ার আগে যে বিষয়টি জানতাম, অন্যদের থেকে জেনেছি, ও (সাকিব) টেস্ট খেলবে না। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। তারপর আমার সঙ্গে যখন বসলো, তখন বললো টেস্ট খেলবে। খেললও তো এবং ওকে অধিনায়ক করা হলো। আমি এটা শুনেছি, ও (সাকিব) জালাল ভাইকে বলেছে, ওয়ানডে সিরিজ নাও খেলতে পারে। এখন পর্যন্ত বোর্ডে আর এটা নিয়ে কথা বলেনি। ওর সঙ্গে কথা বললেই আমি বুঝতে পারবো। আনুষ্ঠানিকভাবে বোর্ডকে কিছু বলেনি। তবে ওটা আনুষ্ঠানিক ধরতেও পারেন। ও মৌখিকভাবে জালাল ভাইকে বলেছে।’
ছুটি দেওয়ার বিষয়ে পাপন আরও বলেছেন, ‘দেখি…আসলে কী অবস্থা দাঁড়ায়।’
সিনিয়র ক্রিকেটারদের ছুটি দেওয়ার ফলে ড্রেসিং রুমে নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমি তা মনে করি না। র‌্যাঙ্কিংয়ের অংশ নয়, সেসব জায়গায় সিনিয়র ক্রিকেটাররা যদি ছুটি চায়, তাহলে আমরা দিবো। এমনিতে আমরাও নতুন ছেলেদের সুযোগ করে দেওয়ার সুযোগ পাই না।’
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি সিরিজ খেলেই যুক্তরাষ্ট্রে চলে যাবেন সাকিব। তার বদলে বাঁহাতি স্পিনার তাইজুলকে ওয়ানডে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সাকিবকে অধিনায়ক করা হয়েছে মুমিনুল হকের জায়গায়। যদিও এই ব্যাটার প্রথম টেস্টের ব্যর্থতায় দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হারান। তবে তার পাশে থাকছেন পাপন, ‘আমি নিশ্চিত মুমিনুল ফিরে আসবে। হঠাৎ করে প্রায় এক বছর বা ১০ ম্যাচে রান পাচ্ছে না। আমার ধারণা সে যদি একটু ঘরোয়া ক্রিকেটে খেলে, তাহলে ফিরে আসবে। একটা একটু সময়ের ব্যাপার ‘
মুমিনুলকে ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঠানো হতে পারে বলে জানালেন বিসিবি সভাপতি, ‘অবশ্যই, মুমিনুলকে সেখানে (ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের সফর) পাঠানোর চিন্তা তো থাকবেই। এগুলো তো আমার বলা কঠিন। আমি তো নির্বাচক, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদের সঙ্গে কথা বলিনি। স্বাভাবিকভাবেই মনে হচ্ছে, এটা তো ওর জন্য দারুণ সুযোগ হতে পারে।’

সূত্র : বাংলা ট্রিবিউন