যশোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ স্বৈরাচার গণতন্ত্রের ভাষা বোঝে না – দাবি আদায়ের একমাত্র পথ রাজপথের আন্দোলন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন,স্বৈরাচার কোন দিন গণতন্ত্রের ভাষা বোঝে না। তাই ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের কাছে কোন যেীক্তিক দাবি জানিয়ে লাভ হবে না। দাবি আদায়ের একমাত্র পথ হচ্ছে রাজপথের তীব্র গণআন্দোলন।
সোমবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এবং প্রকার নিত্যপ্রযোজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশ নেতৃবৃন্দ এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, সরকার দলীয় মন্ত্রী এমপি থেকে শুরু করে নেতা কর্মীরা সাজাপ্রাপ্ত হয়েও বিদেশে উন্নত চিকিৎসার জন্যে যান। অথচ, তিনাবারের প্রধানমন্ত্রী, মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো পাতানো মামলা ফরমায়েশি রায়ের মাধ্যমে দীর্ঘদিন কারান্তরীণ রাখা হয়। এমন কি তাকে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে রাখা হয়। ন্যায় বিচারপ্রাপ্তি থেকেও তিনি বঞ্চিত । নেতৃবন্দ আরও বলেন, আওয়ালীগের নেতা কর্মীরা জনগণের অর্থ লুটপাট করে পকেট ভরছে। অথচ, হতভাগা জনগণের পেটে খাবার নেই। যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, বাজেটে তাদের সেই টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে।
বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূর-উন-নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন , সদস্য আব্দুস সালাম আজাদ, কাজী আজম,সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপি সাধারণ সম্পাদাক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সাবেক জেলা যুবদল নেতা ইদ্রিস আলী, সদর উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদিকা হালিমা পারভিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক রেজোয়ানূল ইসলাম খান রিয়েল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সদর উপজেলা যুবদলে যুগ্ম-আহ্বায়ক তানভির রায়হান তুহিন, বুলবুল চেীধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। সমাবেশ শেষে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।