অভয়নগরে নদীতে গোসলে নেমে তলিয়ে গেছে যুবক

0

 

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে মামুন মল্লিক(১৮) নামে এক যুবক। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সিদ্ধিপাশা এলাকায় ভৈরব নদীতে ঘটনাটি ঘটে। ডুবুরিদল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। মামুন মল্লিক উপজেলার সিদ্ধিপাশা এলাকার মোজাফ্ফার মল্লিকের ছেলে। সে ফুলতলা আইয়ান জুট মিলে শ্রমিকের কাজ করতো।
খোঁজ নিয়ে জানা গেছে, মামুন মল্লিক ও তার দুই বন্ধু আফিল মিলের খেয়াঘাটে গিয়ে ভৈরব নদীতে গোসল করতে নামে। তারা তিন জনই ফুলতলা আইয়ান জুট মিলে শ্রমিকের কাজ করতো। অন্য দুই বন্ধু হলো,সিদ্ধিপাশা গ্রামের মিজানুর রহমানের ছেলে জুয়েল বিশ্বাস,ইয়াছিন মোড়লের ছেলে বোরহান মোড়ল। নদীতে প্রবল স্রোত থাকায় মামুন মল্লিক পানিতে তলিয়ে নিখোঁজ হয়। বিকেল ৩টায় ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল পানিতে নেমে তিন ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি।
স্থানীয় ঘাটের মাঝি সনজিব হাওলাদার জানান, দুপুরে সাড়ে ১২টার দিকে ওই তিন যুবক নদীতে গোসল করতে আসে। গোসলে এক পর্যায় তারা নদী সাঁতরিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করে। দুই জন পার হলেও মামুন মল্লিক নামে ছেলেটি নদী পার হতে পারিনি। ভৈরব নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে ওই যুবক ডুবে গিয়ে ভেসে যেতে পারে।
খানজাহান আলী থানা ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা মহিউদ্দিন বলেন, নিখোঁজ যুবককে উদ্ধার না করা পর্যন্ত কাজ চালিয়ে যাওয়া হবে। ঘটনাস্থল থেকে ভৈরব নদীর দুই কিলোমিটার দূরে ভাটিতে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।