যশোর বারে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল প্রার্থীদের গণসংযোগ

0

 

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে যশোর বারে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয়বাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত সাধারণ আসনের সাত সদস্য প্রার্থীসহ গ্রুপ এফ আসনের একমাত্র প্রার্থী। বুধবার বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের নেতৃবৃন্দকে সাথে নিয়ে যশোর বারের ভোটারদের সাথে গণসংযোগ করেন।
এ সময় যশোর বারের ভোটররাও তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। সকলের প্রতি শুভকামনা জানান। জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত সাধারণ আসনের সদস্য প্রার্থীরা হলেন, আব্দুল জামিল মোহাম্মদ আলী, আব্দুল্লাহ- আল-মামুন, এ.এম.মাহবুব উদ্দিন খোকন,জয়নুল আবেদিন, আব্দুল মতিন, জসিম উদ্দিন সরকার ও রুহুল কুদ্দুস কাজল। গ্রুপ এফ আসনের একমাত্র প্রার্থী হলেন,মোহা.মাইনুল আহসান (পান্না)।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈযদ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. কাজী মনিরুল হুদা, অ্যাড. নজরুল ইসলাম, গোলাম রেজা দুলু, অ্যাড. মো. ইসহক, আলহাজ মিজানুর রহমান খাঁন, হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মূনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা দেবাশীষ দাস, যশোর জেলা ইউনিটের উপদেষ্টা মাহবুবুর রহমান, শেখ আব্দুল মোহায়মেন,মঈনুল হক খান ময়না, ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রুহুল কুদ্দুস কাজল, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সদস্য আসাদুর রহমান, এস এম আব্দুর রাজ্জাক ,আকরাম হোসেন,মাহমুদা বেগম, সাদেকা খাতুন,আব্দল লতিফ, নুরুজ্জামান খান, গোলাম মোস্তফা, জুলফিকার আলী, সরদার সেলিম রেজা, আব্দুল লতিফ,গাজী এনামুল হক প্রমুখ।