বাংলাদেশ থেকে ২৬ লাখ ভিডিও মুছে ফেলেছে টিকটক

0

লোকসমাজ ডেস্ক॥ চীনভিত্তিক ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক সম্প্রতি বাংলাদেশ থেকে ২৬ লাখ ভিডিও মুছে ফেলেছে।
টিকটকের গত বছরের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২১) কমিউনিটি গাইডলাইনস রিপোর্টে এই তথ্য জানানো হয়।
রিপোর্ট অনুযায়ী, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে মুছে ফেলা ভিডিওর আকারের দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম।
গত বছরের ১ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বিশ্বজুড়ে সাড়ে ৮ কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক। কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে এই ভিডিওগুলোর ৯৪ দশমিক ১ শতাংশই পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে।
টিকটক কর্তৃপক্ষ বলেছে, এটা তাদেরকে অনলাইনে হয়রানি ও স্বার্থসিদ্ধির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করছে।