যশোরে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ স্মার্ট ফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি- এই প্রতিপাদ্যে যশোর জেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা গতকাল বুধবার শেষ হয়েছে। শেষ দিনে কুইজ, বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খাঁনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম, জিল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোয়াইব হোসেন প্রমুখ।
জিলা স্কুল মাঠে অনষ্ঠিত দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলায় জুনিয়র , সিনিয়র ও বিশেষ তিন ক্যাটাগরিতে মোট ৫১ টি প্রজেক্ট অংশ নেয়।