অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন বিসিবি পরিচালক নাজমুল

0
বিসিবি পরিচালক নাজমুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক ॥ বিতর্কিত মন্তব্যের জেরে ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি পাওয়া বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় যোগ দিয়েছেন নাজমুল। সেখানেই তাকে অর্থ বিভাগের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির এই পরিচালক।

সভা শেষে গণমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘এম নাজমুল ইসলামের কাছে যে জবাবদিহির বিষয় জানতে চাওয়া হয়েছিল, মানে বোর্ডের কারণ দর্শানোর নোটিশ, সেটা তিনি শৃঙ্খলা বিভাগের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেটা বিসিবির শৃঙ্খলা বিভাগ বোধ হয় কোনো এক জায়গায় বিবৃতি দিয়েছিল যে তার (নাজমুল) উত্তর সন্তোষজনক ছিল।’

নাজমুলকে নিয়ে বিতর্কের শুরু তিনি ক্রিকেটারদের নিয়ে কিছু অসৌজন্যমূলক মন্তব্য করার পর। এর আগে ফেসবুক পোস্টে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলেও বিতর্কিত হয়েছিলেন তিনি।