আমলাকে ছাড়িয়ে ‘দ্রুততম’ বাবর

0

লোকসমাজ ডেস্ক॥‘রানমেশিন’ বাবর আজমের অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি পালক। ওয়ানডে ক্রিকেটে রীতিমত অপ্রতিরোধ্য পাকিস্তানের অধিনায়ক বৃহস্পতিবার গড়েছেন দ্রুততম ১৫ সেঞ্চুরির রেকর্ড। বাবরের ৮৩ বলে ১১৪ রানের বিধ্বংসী ইনিংসে ভর করেই অস্ট্রেলিয়ার ৩৪৮ রানের বড় লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়েছে পাকিস্তান। ওয়ানডে ইতিহাসে এটিই তাদের সর্বোচ্চ রান তাড়া। একইসঙ্গে বাবর নিজের নামের সঙ্গেও জড়িয়ে ফেলেছেন আরেকটি মাইলফলক।
বৃহস্পতিবারের সেঞ্চুরিটি বাবরের ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম। এই মাইলফলক ৮৩ ইনিংসেই গড়েছেন পাকিস্তানের ডানহাতি এই ব্যাটার, যা কিনা ওয়ানডে ইতিহাসে দ্রুততম। বাবরের আগে রেকর্ডটি দখলে ছিল হাশিম আমলার। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারের ১৫ সেঞ্চুরি করতে লেগেছিল তিন ইনিংস বেশি (৮৬ ইনিংস)। ভারতের রানমেশিন বিরাট কোহলিকেও বড় ব্যবধানে পেছনে ফেলে দিয়েছেন বাবর। কোহলির ওয়ানডেতে ১৫ সেঞ্চুরি করতে লেগেছিল ১০৬ ইনিংস। পাকিস্তানের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটিও এখন বাবরের দখলে। নেতৃত্বের ১১ ইনিংসে ইতিমধ্যে ৪টি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। অধিনায়ক হিসেবে ৩ সেঞ্চুরির রেকর্ড ছিল এতদিন আজহার আলির।