সালমা খাতুনকে প্রশংসায় ভাসালেন অসি তারকা

0

লোকসমাজ ডেস্ক॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় আশা জাগিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। যার মূল কারিগর ছিলেন অভিজ্ঞ অফস্পিনার সালমা খাতুন। তার স্পিন মায়াজালে ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৭০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল অসিরা। অবশ্য শেষ পর্যন্ত বেথ মুনির ৬৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১০.৫ ওভার আগেই ম্যাচ জিতেছে তারা। যার সুবাদে প্রথম রাউন্ডের সাত ম্যাচের সবকয়টি জিতে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠলো অস্ট্রেলিয়া। তবে ম্যাচ শেষে সালমার প্রশংসা করতে ভোলেননি মুনি। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অস্ট্রেলিয়ার ইনিংসের ষষ্ঠ, অষ্টম ও দশম ওভারে তিন টপঅর্ডার ব্যাটার অ্যালিসা হিলি, মেগ ল্যানিং ও রাচেল হেইনসকে সাজঘরে পাঠান সালমা। দারুণ ফর্মে থাকা লেনিংকে রীতিমতো বোকা বানিয়ে সরাসরি বোল্ড করে দেন এ অভিজ্ঞ তারকা। সবমিলিয়ে ৯ ওভারের স্পেলে মাত্র ২৩ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন সালমা। তাই তো শেষ পর্যন্ত ম্যাচ না জিতলেও আলাদা করে সালমার কথা বলতেই হলো মুনিকে, ‘আজকে সালমা খাতুনের বোলিং সুপার ইমপ্রেসিভ ছিল।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও যোগ করেন, ‘সে (সালমা) আজকে আমাদের শুরুর তিন স্তম্ভকে ফিরিয়ে দিয়েছে। তাই যখনই নতুন ব্যাটার এসেছে, আমি শুধু বলেছি যে সালমাই আজকের মূল ভয়ের কারণ। আমরা তাকে দেখেশুনে খেলবো।’ এসময় সালমার বোলিংয়ের মূল্যায়ন করে তিনি আরও বলেন, ‘সে খুবই কারুকার্য জানা স্পিনার। তার হাতে অনেক বৈচিত্র আছে এবং কোনো নির্দিষ্ট লেন্থে আটকে থাকে না। আমরা সাধারণত যেমন আশা করি, তার চেয়ে ভালো লেন্থে করেছে। আজকের বাতাসও বড় একটা প্রভাবক ছিল।’ প্রতিপক্ষের পাশাপাশি নিজ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাছ থেকেও প্রশংসা পেয়েছেন সালমা, ‘সালমা আজকে অসাধারণ বোলিং করেছে। আজকে এটি তারই শো ছিল সত্যি বলতে। সবসময় চেষ্টা করেছে অসি ব্যাটারদের চাপে রাখতে। আমি তাকে নিয়ে অনেক গর্বিত।’