৩৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ লাহোরের উইকেট যে কতটা স্লো, তা অস্ট্রেলিয়ার স্কোরকার্ড দেখলেই বোঝা যায়। ১৩৩.৩ ওভার ব্যাট করেছে অস্ট্রেলিয়া। তাতে স্কোরবোর্ডে উঠেছে সাকল্যে ৩৯১ রান। ওভার প্রতি ২.৯২ গড়ে রান উঠেছে। পাকিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথমদিন ৮৮ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৩১ রান করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয়দিন আরও ৪৫ ওভারের বেশি ব্যাট করেছে তারা। তাতে স্কোরবোর্ডে ৩৯১ রান তুলে অলআউট হয়েছে প্যাট কামিন্সের দল। পাকিস্তানের দুই তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ আগুন ঝরিয়েছেন অসি ব্যাটারদের ওপর। এই দু’জন সমানভাগে মোট ৮ উইকেট তুলে নিয়েছেন। ১ উইকেট করে নেন দুই স্পিনার নৌমান আলি এবং সাজিদ খান। প্রথম দিন শেষে ২০ রানে ক্যামেরন গ্রিন এবং ৮ রানে ব্যাট করছিলেন অ্যালেক্স ক্যারে। এই দুই ব্যাটারই হাফ সেঞ্চুরি করেন। এই দু’জনের ব্যাটে ১৩৫ রানের বড় জুটি গড়ে ওঠে। ১৬৩ বল মোকাবেলা করে ৭৯ রান করেন ক্যামেরন গ্রিন এবং ১০৫ বল মোকাবেলা করে ৬৭ রান করেন অ্যালেক্স ক্যারে। এ দু’জনের জুটি ভেঙে যাওয়ার পর অবশ্য অস্ট্রেলিয়ার স্কোর বেশিদুর এগোয়নি। মিচেল স্টার্ক ১৩, নাথান লিওন ৪ এবং মিচেল সোয়েপসন আউট হন ৯ রান করে। ১১ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। প্রথমদিন ৯১ রানে আউট হয়েছিলেন উসমান খাজা, ৫৯ রান করেছিলেন স্টিভেন স্মিথ এবং ট্রাভিস হেড করেন ২৬ রান।