চীনে ১৩৩ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

0

লোকসমাজ ডেস্ক॥ দক্ষিণ-পূর্ব চীনে একটি বোয়িং-৭৩৭ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে চীনের রায় টেলিভিশন সিসিটিভিতে জানানো হয়। চীনের চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এই বিমানটিতে ১৩৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় সবার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। খবরে জানানো হয়, দক্ষিণ-পূর্ব চীনের গুয়াংজি অঞ্চলের ওউজো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমান দুর্ঘটনায় ‘এক আগুনের পাহাড়’ তৈরি হয় বলে খবরে জানানো হয়। উদ্ধারকারী দল ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বলে খবরে জানানো হয়।ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। সেগুলোতে দেখা যাচ্ছে পাহাড়ের ওই এলাকা থেকে বেরিয়ে আসছে ধোঁয়া।
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি গতকাল। স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ১টায় গুয়াংজু যাওয়ার উদ্দেশে বিমানটি কুনমিং থেকে উড্ডয়ন করে। দুপুর ২টা ২২ মিনিটে বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় তিন হাজার দুই শ’ ২৫ ফুট উঁচু দিয়ে ৩৭৬ নট গতিতে বিমানটি চলছিলো। বিমানটির বেলা ৩টা ০৫ মিনিটে গুয়াংজুতে অবতরণের সময় নির্ধারিত ছিলো। এই দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ে চীনের বিমানযাত্রার ক্ষেত্রে বৃহত্তম দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। চায়না ইস্টার্ন চীনের তিনটি প্রধান এয়ারলাইন্সের মধ্যে অন্যতম। চীনের অভ্যন্তরীণ ও বৈদেশিক ২৪৮টি গন্তব্যে এটি যাত্রী পরিবহন করে।
সূত্র : আলজাজিরা