মালয়েশিয়া বলে ১৩৫ রোহিঙ্গাকে নামিয়ে দেওয়া হলো সোনাদিয়া দ্বীপে!

0

লোকসমাজ ডেস্ক॥ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেয়া হয়েছে ১৩৫ জন রোহিঙ্গাকে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে এসব রোহিঙ্গাদের উদ্ধারে অভিযান চালায় পুলিশ। বিকাল ৬টা পর্যন্ত নারী-পুরুষসহ ১১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আরো ২২ রোহিঙ্গা সোনাদিয়ার ঝাউবনে লুকিয়ে আছে। তাদের উদ্ধারে অভিযানে রয়েছে পুলিশের কয়েকটি দল। মহেশখালী থানার উপ-পরিদর্শক আল আমিনের নেতৃত্বে অভিযান চলছে। তবে অভিযানে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
অভিযানে সহায়তাকারী স্থানীয় নুরুল আজিম জানিয়েছেন, রোহিঙ্গাদের বহনকারী একটি বড় কাঠের বোট সোনাদিয়ার চর এলাকায় নোঙর করে এসব রোহিঙ্গাদের চরে নামিয়ে দেয়। তা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। অভিযানের খবর টের পেয়ে বহু রোহিঙ্গারা লোকালয়ের ঝাউবনের লোকানোর চেষ্টা করে। বিকাল ৬টা পর্যন্ত অভিযানে ৫১ জন নারী, ১৫ জন শিশুসহ ১১৩ জনকে উদ্ধার করা হয়। তবে আরো শতাধিক রোহিঙ্গা এখনো লুকিয়ে রয়েছে। আটক রোহিঙ্গারা জানিয়েছেন, এক সপ্তাহে আগে মালয়েশিয়া পাচারের জন্য উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দালাল চক্র তাদের বড় একটি বোটে তুলেন। সুযোগ না পাওয়ায় তাদের নিয়ে বোটটি মালয়েশিয়ার উদ্দেশে যেতে পারেনি। শেষে তাদেরকে সোনাদিয়ার চরে নামিয়ে দিয়ে বোটটি পালিয়ে গেছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই জানিয়েছেন, সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণাথী শিবির থেকে রোহিঙ্গা নাগরিকদের নিয়ে আসে দালাল চক্রের সদস্যরা। মালেশিয়ার কথা বলে সোনাদিয়ার চরে তাদের নামিয়ে দেয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সোনাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। তবে রাতে পুলিশ সুপার কার্যলয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।