লঞ্চডুবি: উদ্ধার কাজে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ বিএনপির

0

লোকসমাজ ডেস্ক॥ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের উদ্ধার কাজে সহযোগিতার নির্দেশনা দিয়েছে বিএনপি। রোববার (২০ মার্চ) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল বলেন, জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের উদ্ধার কাজে সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় রোববার (২০ মার্চ) দুপুরে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধারের ঘটনা জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি। বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) লাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করে জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।