পিএসজি ভক্তরাই এখন দুয়ো দিচ্ছে মেসি-নেইমারকে

0

লোকসমাজ ডেস্ক॥ বোর্দোর বিপক্ষে আজ লিগ ওয়ানের ম্যাচ খেলতে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও লেয়ান্দ্রো পারেদেস। তবে ফল ছাপিয়ে আলোচনায় মেসি-নেইমারের প্রতি ঘরের মাঠের দর্শকদের অবজ্ঞাসূচক আচরণ। চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বাদ পড়েছে পিএসজি। সান্তিয়াগো বার্নাব্যুতে বল পায়ে কিছুই করতে পারেননি মেসি-নেইমার। অথচ তাদের দিকেই তাকিয়ে ছিল পিএসজি সমর্থকরা। বিশেষ করে মেসি হতাশ করেছেন। প্রথম লেগে একটি পেনাল্টি মিস করেন তিনি।
গোলটা করতে পারলে শেষ ষোলোর প্রথম লেগে ২-০তে এগিয়ে থাকতো পিএসজি। ফিরতি লেগে তখন রিয়ালকে জিততে হতো কমপক্ষে ৩-০ ব্যবধানে। কিন্তু বার্নাব্যুতে এমবাপ্পের গোলে লিড নেয়ার পর বেনমেজার হ্যাটট্রিকে পাশার দান উল্টে যায়। দ্বিতীয় লেগে রিয়াল জেতে ৩-১ গোলে, দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল। এভাবে বাদ পড়াটা মোটেও মানতে পারেনি পিএসজি সমর্থকরা। তাই ক্ষোভ সব মেসি- নেইমারদের ওপর ঝারছেন তারা। আজ বোর্দোর বিপক্ষে যতবার তাদের পায়ে বল গেছে ততবারই দুয়ো ধ্বনি তুলেছেন পিএসজি সমর্থকরা। ঘরের মাঠের দর্শকের কাছে এভাবে অপমানিত হওয়া মেসি-নেইমারদের দিচ্ছে নতুন বার্তা। বলছে, তোমাদের সময় শেষ হয়ে আসছে।